গতকাল (১৯ জুলাই) একটা জরুরি কাজে হঠাৎ কলকাতা যেতে হল৷ ধর্মতলা ঢোকার খানিক আগেই বাস থেমে গেল, কীসের নাকি অবরোধ হয়েছে৷ কলকাতা আসার এই এক ঝামেলা, বিরক্তি ধরে যায় একেবারে, যতবার আসি কোনও না কোনও হুজুগে ঠিক একটা মিছিল–অবরোধে পড়ি৷ তাড়া আছে বলে নেমে হাঁটতে শুরু করলাম৷ খানিক এগোতেই দেখি …
Read More »