Breaking News

আন্দোলনের চাপে দাবি আদায় গাইঘাটা হাইস্কুলে

উত্তর ২৪ পরগণায় গাইঘাটা হাইস্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের দু’বছরের পোশাকের টাকা প্রদান, ল্যাবরেটরির ২ লক্ষ টাকা ও বিদ্যালয় উন্নয়ন খাতের ২ লক্ষ ৬০ হাজার টাকা অবিলম্বে কাজে লাগানোর দাবিতে এ আই ডি এস ও–র উদ্যোগে আন্দোলন গড়ে ওঠে৷ ছাত্র ও অভিভাবকরা গড়ে তোলেন ‘গাইঘাটা হাইস্কুল শিক্ষা উন্নয়ন কমিটি’৷ কমিটির নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর গাইঘাটা হাইস্কুল গেটে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী–অভিভাবক সকাল ১০ টা থেকে বিক্ষোভ অবস্থানে সামিল হন৷ এক ঘন্টার উপর বিক্ষোভ চলার পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিক্ষোভস্থলে এসে প্রতিশ্রুতি দেন, এক মাসের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন৷ এরপর বিক্ষোভ তুলে নেওয়া হয়৷ কমিটির পক্ষে আন্দোলনে নেতৃত্ব দেন রূপম ভৌমিক, সুমন গোলদার, অনিমা দেবনাথ, বিপ্লব ঘোষ, শিবানী মজুমদার, স্বপন চক্রবর্তী প্রমুখ৷

(গণদাবী : ৭২ বর্ষ ৯ সংখ্যা)