দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হেলদোল ছিল না প্রশাসনের৷ দুর্ঘটনার আশঙ্কায় দশ কিলোমিটার রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে যায়৷ এই পরিস্থিতিতে রাস্তা সারাইয়ের দাবিতে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লকের একেবারে দক্ষিণ প্রান্ত হুঁকোহারানিয়াতে পথে নামে এস ইউ সি আই (সি)৷ ২০১৫ সাল থেকে কুলতলি ব্লকের মৈপীঠ …
Read More »