কমিউনিস্টদের বিরুদ্ধে ব্যক্তিগত মালিকানা উচ্ছেদের বুর্জোয়া অভিযোগের উত্তরে পৌনে দুশো বছর আগে মার্ক্স-এঙ্গেলস ঐতিহাসিক কমিউনিস্ট ইস্তেহারে (১৮৪৮) বলেছিলেন, ‘‘আমরা ব্যক্তিগত মালিকানার অবসান চাই শুনে আপনারা আতঙ্কিত। অথচ আপনাদের বর্তমান সমাজে জনসমষ্টির শতকরা নব্বই জনের বেলায় ব্যক্তিগত মালিকানা তো ইতিমধ্যে লোপ করা হয়েছে। অল্প কয়েকজনের ক্ষেত্রে সেটা আছে শুধু ওই দশ …
Read More »