আগামী শিক্ষাবর্ষেই প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল ফেরানোর দাবিতে ২০–২১ ডিসেম্বর অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ডাকে জেলায় জেলায় অনুষ্ঠিত হল ডিএম এবং ডিআই দপ্তরে শিক্ষক ও শিক্ষানুরাগী মানুষদের অবস্থান ও গণডেপুটেশন৷ ২১ ডিসেম্বর কলকাতার ডিআই দপ্তরে এই কর্মসূচিতে কমিটির সাধারণ সম্পাদক কার্তিক সাহা বলেন, আন্দোলন শিথিল করা চলবে না৷ কারণ …
Read More »