চাকরি নেই, ছাঁটাই আছে৷ মজুরিবৃদ্ধি নেই, মূল্যবৃদ্ধি আছে৷ এমন এক সুসময়ে বিজেপি সরকারের নজর পড়েছে ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের সঞ্চয়ের উপর৷ ‘ফিনান্সিয়াল রেজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনসিওরেন্স (এফআরডিআই)–২০১৭’ নামে এই বিলে বলা হয়েছে, কোনও ব্যাঙ্কে দেউলিয়া ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হলে ঘুরে দাঁড়াতে গ্রাহকদের জমা করা টাকা তাদের কোনও অনুমতি না …
Read More »