Breaking News

সিএলডব্লিউ মজদুর ইউনিয়নের মনোনয়ন পেশ

সর্বভারতীয় স্তরে রেলের ইউনিয়নের স্বীকৃতি অর্জনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তারই অংশ হিসেবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আগামী ৪ ডিসেম্বর নির্বাচন হবে। এআইইউটিইউসি অনুমোদিত সিএলডব্লিউ মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৪ অক্টোবর প্রশাসনের কাছে রেল কর্মচারীরা মিছিল সহযোগে মনোনয়ন জমা দেন। রেল বেসরকারিকরণ, এনপিএস এবং ইউপিএস বাতিল, পুরোনো পেনশন ব্যবস্থা চালু, নতুন কর্মী নিয়োগ, অফলোডিং, আউটসোর্সিংয়ের বিরুদ্ধে দুর্বার শ্রমিক আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে এই নির্বাচনে শ্রমিক-কর্মচারীদের বিপুল ভোটে মজদুর ইউনিয়নকে জয়ী করার আহ্বান জানানো হয়।