এআইইউটিইউসি-র রাজ্য সম্মেলনে শ্রমিক আন্দোলন জোরদার করার শপথ

মালিক শ্রেণির নির্মম শোষণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে এআইইউটিইউসি-র ২৩তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ১৫-১৬ নভেম্বর শিলিগুড়ি শহরে। ১৫ নভেম্বর বাঘা যতীন পার্কে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি অধিবেশন হয় (কমরেড সমশের আলি নগরের) অগ্রসেন ভবনে (কমরেড অরুণাংশু সরকার মঞ্চে)। প্রতিনিধি অধিবেশনে রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস সম্পাদকীয় ও সাংগঠনিক প্রতিবেদন এবং দাবিসনদ পেশ করেন। প্রতিবেদনের ওপর ৫৪ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। সংযোজন, সংশোধন সহ এগুলি গৃহীত হয়। প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত (ছবি) এবং সহসভাপতি কমরেড স্বপন ঘোষ। আগামী দিনে ঐক্যবদ্ধ শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। সম্মেলন থেকে কমরেড এ এল গুপ্তাকে সভাপতি এবং কমরেড অশোক দাসকে সম্পাদক করে ১০৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়।