Breaking News

রায়দিঘিতে শিক্ষা কনভেনশন

স্কুলপাঠ্য থেকে ডারউইনের বিবর্তনবাদ ও তিনশো বছরের মুঘল ইতিহাস মুছে ফেলার প্রতিবাদে, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং সর্বনাশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিলের দাবিতে ২৯ মে দক্ষিণ ২৪ পরগণায় রায়দিঘির কোম্পানির ঠেকে সেভ এডুকেশন কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অধ্যাপিকা সোমা রায়। কনভেনশন থেকে খাড়ী হাই মাদ্রাসার শিক্ষক নূর আলম হালদারকে সভাপতি, বামদেব হালদারকে সম্পাদক, হিমাংশুশেখর দাশকে সহসম্পাদক এবং সাত্যকি হালদারকে কোষাধ্যক্ষ করে ১৫ জনের রায়দিঘী থানা সেভ এডুকেশন কমিটি গঠিত হয়।

কনভেনশন শেষে কমিটির পক্ষ থেকে দিল্লিতে মহিলা কুস্তিগিরদের উপর নির্মম পুলিশি হামলার নিন্দায় বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল হয়।

স্কুলপাঠ্য থেকে ডারউইনের বিবর্তনবাদ ও তিনশো বছরের মুঘল ইতিহাস মুছে ফেলার প্রতিবাদে, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং সর্বনাশা জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিলের দাবিতে ২৯ মে দক্ষিণ ২৪ পরগণায় রায়দিঘির কোম্পানির ঠেকে সেভ এডুকেশন কনভেনশন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অধ্যাপিকা সোমা রায়। কনভেনশন থেকে খাড়ী হাই মাদ্রাসার শিক্ষক নূর আলম হালদারকে সভাপতি, বামদেব হালদারকে সম্পাদক, হিমাংশুশেখর দাশকে সহসম্পাদক এবং সাত্যকি হালদারকে কোষাধ্যক্ষ করে ১৫ জনের রায়দিঘী থানা সেভ এডুকেশন কমিটি গঠিত হয়।

কনভেনশন শেষে কমিটির পক্ষ থেকে দিল্লিতে মহিলা কুস্তিগিরদের উপর নির্মম পুলিশি হামলার নিন্দায় বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল হয়।