নন্দীগ্রাম দিবস উদযাপন

বহুজাতিক সালিম গোষ্ঠীর হাতে নন্দীগ্রামের বিপুল পরিমাণ কৃষিজমি তুলে দেওয়ার ছক কষেছিল রাজ্যের পূর্বতন সিপিএম-ফ্রন্ট সরকার৷ সেই অপচেষ্টা প্রতিরোধে গড়ে ওঠে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি৷ ভূমিরক্ষার আন্দোলনে পুলিশ ও সিপিএম-আশ্রিত দুষ্কৃতীদের হামলায় রক্ত ঝরে, শহিদ হন নন্দীগ্রামের মানুষ৷ ১৪ মার্চ  ছিল বশ্যতাবিরোধী সেই নন্দীগ্রাম আন্দোলনের শহিদ দিবস৷ পূর্ব মেদিনীপুরে এস ইউ সি আই (সি) নন্দীগ্রাম লোকাল কমিটির উদ্যোগে আলাদা ভাবে দিনটি পালিত হয় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে৷ এই শহিদ স্মরণসভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য ও ভূমি আন্দোলনের নেতা নন্দ পাত্র, জেলা কমিটির সদস্য ভবানীপ্রসাদ দাস, লোকাল সম্পাদক মনোজ কুমার দাস সহ আরও অনেকে৷ কমরেড নন্দ পাত্র বলেন, কিছু অনভিপ্রেত ঘটনার জন্য দলের পক্ষ থেকে আলাদা ভাবে শহিদ দিবস পালন করতে হচ্ছে, যেটা না হলে ভাল হত৷