আসামে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন

আসামে বাস সহ পরিবহণের ভাড়া ২-৩ গুণ বাড়ানোর প্রতিবাদে এসইউসিআই(সি) আসাম রাজ্য কমিটির আহ্বানে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন বহু মানুষ। অতিমারি পরিস্থিতিতে বাস ও অন্যান্য পরিবহণে ৫০ শতাংশ যাত্রী নেওয়ার অজুহাতে বিপুল পরিমাণ ভাড়া বাড়ানো হচ্ছে। লকডাউনে আর্থিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের কাছে ভাড়াবৃদ্ধি একটা মারাত্মক বোঝা। আসামের বিজেপি সরকার মদত দিয়ে চলেছে এই ভাড়াবৃদ্ধিতে। দলের পক্ষ থেকে সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পরিবহণে সরকারি ভতুর্কির দাবি জানানো হয়েছে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৬ সংখ্যা_২১ সেপ্টেম্বর, ২০২০)