Breaking News

ওড়িশায় বিশাল ছাত্রমিছিল

প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ, ফ্রি বাস পাস প্রভৃতি দাবিতে এবং ব্লক গ্র্যান্ট সিস্টেম–সেমেস্টার–সি বৃদ্ধি–সাম্প্রদায়িকীকরণ ইত্যাদির প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর এআইডিএসও ওড়িশা রাজ্য কমিটির ডাকে ভুবনেশ্বরে বিশাল ছাত্রমিছিল অনুষ্ঠিত হয়৷ উচ্চশিক্ষামন্ত্রী ও জনশিক্ষা মন্ত্রীকে দাবিপত্র পেশ করা হয়৷

(৭১ বর্ষ ১২ সংখ্যা ২ – ৮ নভেম্বর, ২০১৮)