এআইডিওয়াইও-র প্রতিষ্ঠা দিবস পালন

যুব সংগঠন এআইডিওয়াইও-র ৬০তম প্রতিষ্ঠা দিবস ২৬ জুন পালিত হল দেশের ২৪টি রাজ্যে। কলকাতায় সংগঠনের কেন্দ্রীয় অফিসে সংগঠনের রক্তপতাকা উত্তোলন করেন সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর। শহিদ বেদিতে মাল্যদান করেন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃবৃন্দ। সংগঠনের উপর রচিত সঙ্গীত পরিবেশন করেন এআইডিওয়াইও-র সঙ্গীত গোষ্ঠী। ৬০তম বর্ষের লোগো উদ্বোধন হয়। নিরঞ্জন নস্কর বলেন, ১৯৬৬ সালে গুটিকয়েক যুবককে নিয়ে এই বাংলা থেকেই এআইডিওয়াইও-র যাত্রা শুরু হয়েছিল। আজ দেশের ২৪টি রাজ্যে সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে যুব আন্দোলন পরিচালিত হচ্ছে। বহু রাজ্যে সরকার দাবি মানতে বাধ্য হচ্ছে। বক্তব্য রাখেন রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জী, রাজ্য সম্পাদক মলয় পাল প্রমুখ। কেন্দ্রীয় অফিস ছাড়াও রাজ্যে শতাধিক স্থানে গুরুত্ব সহকারে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত