Breaking News

হরিহরপাড়ার স্বরূপপুরে বিক্ষোভ ও ডেপুটেশন

প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে রাজ্যব্যাপী যেভাবে বিক্ষোভ দানা বাঁধছে তারই প্রতিচ্ছবি দেখা গেল মুর্শিদাবাদের হরিহরপাড়ার স্বরূপপুর অঞ্চলে। এই পঞ্চায়েতেও হয়েছে ব্যাপক দলবাজি ও দুর্নীতি। প্রকৃত গরিব মানুষ যাঁরা, তাঁদের অনেকেই ঘর পাননি। ২০১৮ সালের তালিকা অনুযায়ী কিছু গরিব মানুষের নাম থাকলেও বর্তমান সার্ভেতে তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে।

অগ্রাধিকারের ভিত্তিতে প্রাপকদের তালিকা তৈরি না করে দলবাজির আশ্রয় নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে এলাকার মানুষ প্রতিবাদে সোচ্চার হন। এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর নেতৃত্বে ৩০ ডিসেম্বর এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। পঞ্চায়েত প্রধান পুলিশি সুরক্ষায় স্মারকলিপি গ্রহণ করেন।

আন্দোলনের চাপে প্রধান লিখিত প্রতিশ্রুতি দেন যে, পঞ্চায়েতে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে প্রাপকদের তালিকা প্রস্তুত করে পাঠানো হবে। আন্দোলনে নেতৃত্ব দেন গোলাম মোস্তফা, সামিম হাসান গাজু, খোরসেদুল আলম লালন, হাসরত সেখ, আনসার আনসারি প্রমুখ।