Breaking News

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দুর্ঘটনায় মৃত্যুর তদন্ত দাবি

কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় নিউটাউন ক্যাম্পাসের সামনে আকস্মিক পথ দুর্ঘটনায় মৃত শাকিল আহমেদের বাড়িতে যান এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেবাশীষ চক্রবর্তী, ছাত্র সংগঠন এআইডিএসও-র রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক, জেলা সম্পাদক সাব্বির আলি এবং যুব সংগঠন এআইডিওয়াইও-র জেলা সম্পাদক আশরাফুল হক জুয়েল এবং সভাপতি আরিফ খন্দকারের নেতৃত্বে একটি টিম। তাঁরা মৃত ছাত্র শাকিল আহমেদ-এর পিতার সাথে দেখা করে পরিবারের প্রতি সমবেদনা জানান। কমরেড দেবাশীষ চক্রবর্তী বলেন, মৃত ছাত্রের পরিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সক্রিয় সমর্থক। তাঁরা দলের সাথে দীর্ঘদিন থেকেই আছেন। তিনি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান (ছবি)।

সাংবাদিকদের সামনে মণিশঙ্কর পট্টনায়ক বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের চাপেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশাসন এই ঘটনাকে এখনও আড়াল করার চেষ্টা করছে। তিনি আরও জানান, ‘ছাত্র মৃত্যুর এই ঘটনার পূর্ণ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতায় বড় ছাত্র মিছিল হবে এবং যতক্ষণ না ন্যায়বিচার পাওয়া যায়, আন্দোলন চলবে। যেহেতু গাড়ির মালিক প্রভাবশালী ব্যক্তি, তাই তাকে প্রশাসন আড়াল করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনতে হবে এবং সমস্ত রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগন্যাল, ট্রাফিক ব্যবস্থা পর্যাপ্ত করতে হবে যাতে এ রকম আর কোনও দুর্ঘটনা না ঘটে।’