Breaking News

হিমাচল প্রদেশে নেতাজি জয়ন্তী

২২ জানুয়ারি হিমাচল প্রদেশের চম্বা জেলার নৈনিখড়ে বিপুল উৎসাহে ১২৬তম নেতাজি জয়ন্তী উদযাপিত হয়। স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক জগজিৎ আজাদের সভাপতিত্বে পরিচালিত এই অনুষ্ঠানে নেতাজির সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন পঞ্চায়েত অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জয়সী রাম, বিশিষ্ট সমাজকর্মী দীনেশ শর্মা, বিশিষ্ট কবি ও হিমাচল প্রদেশ নেতাজি ১২৫তম জন্মজয়ন্তী কমিটির সম্পাদক সুভাষ সাহিল, নাট্যব্যক্তিত্ব ও লেখক এম খোসলা এবং এমএসএস-এর সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ঋতু কৌশিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রী খোসলা ১৯৩৭ সালে ভগ্নস্বাস্থ্য উদ্ধারের জন্য ডালহৌসিতে নেতাজির অবস্থানকালের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করেন। চম্বা জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।