সর্বভারতীয় ব্যাঙ্ককর্মী সম্মেলন

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের উদ্যোগে ২৪-২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক কর্মীদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার মৌলালি যুব কেন্দ্রে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ না করা, স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ, নয়া শ্রমকোড বাতিল, কন্ট্রাক্ট-ক্যাজুয়েল কর্মীদের স্থায়ী কর্মীতে এবং পার্টটাইম কর্মীদের ফুলটাইম কর্মীতে পরিণত করা সহ নানা দাবিতে তিন শতাধিক ব্যাঙ্ক কর্মচারী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে একটি সুসজ্জিত মিছিল শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে মৌলালি যুবকেন্দ্রে পৌঁছয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজয় পাল সিং। উদ্বোধনী বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত। বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি পূর্ণ চন্দ্র বেহেরা, সাধারণ সম্পাদক জগন্নাথ রায়মণ্ডল, সম্পাদক গৌরীশঙ্কর দাস। উদ্বোধনী সমাবেশের প্রধান বক্তা এআইইউটিইউসি-র সর্বভারতীয় সহ সভাপতি স্বপন ঘোষ ব্যাঙ্ক শিল্পের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক কর্মীদের করণীয় দিকগুলি তুলে ধরেন। পূর্ণ চন্দ্র বেহেরাকে সভাপতি, জগন্নাথ রায়মণ্ডলকে সাধারণ সম্পাদক এবং রতন কর্মকারকে কোষাধ্যক্ষ করে ৫২ জনের সর্বভারতীয় কমিটি গঠিত হয়।