সরকার কালোবাজারি-মজুতদারিতে মদত দিয়ে মূল্যবৃদ্ধি ঘটতে দিচ্ছে

অন্ধ্রপ্রদেশে এআইকেকেএমএসের সম্মেলনে বললেন প্রাক্তন কৃষিমন্ত্রী

‘সরকার কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্য দিতে অস্বীকার করছে, কিন্তু কালোবাজারি ও মজুতদারিতে মদত দিয়ে মূল্যবৃদ্ধি ঘটতে দিচ্ছে’–অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এআইকেকেএমএস আয়োজিত কৃষক সম্মেলনে এ কথা বলেন, রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ভি এস রাও। ৯ সেপ্টেম্বর সংগঠনের অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। তিনি বলেন, যদি এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য)-র দাবি আদায় না হয় তাহলে কৃষক পরিবার ও তাদের সন্তানদের ভবিষ্যৎ হবে অন্ধকারাচ্ছন্ন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ। তিনি দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের শিক্ষাগুলি তুলে ধরেন। বক্তব্য রাখেন সংগঠনের তেলেঙ্গানা রাজ্য সম্পাদক সি এইচ প্রমীলা, সর্বভারতীয় সহ সভাপতি রঙ্গস্বামী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বি এস অমরনাথ। সম্মেলনে এম গিরীশকে সভাপতি, ওয়াই এম রেড্ডি এবং এস এ খাদারকে সহ সভাপতি, নাগা মুথিয়ালুকে সম্পাদক এবং রঙ্গনরাকুলুকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ রাজ্য সাংগঠনিক কমিটি গঠিত হয়।