সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের দাবিতে জঙ্গিপুরে ডেপুটেশন

ওষুধের মূল্যবৃদ্ধি, সরকারি মেডিকেল কলেজগুলিতে ওষুধ ছাঁটাই, স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারিকরণ, ব্যবসায়ীকরণ, এন এম সি বিলের সুপারিশ অনুযায়ী মেডিকেল শিক্ষার সামগ্রিক বেসরকারিকরণ ও সাম্প্রদায়িকীকরণ, স্বাস্থ্যসাথীর নাম করে বিমানির্ভর সরকারি স্বাস্থ্য পরিষেবার বিরোধিতা সহ জনস্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা সম্পর্কিত বিভিন্ন দাবিতে ২০ অক্টোবর হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন এবং মেডিকেল সার্ভিস সেন্টার, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে জঙ্গিপুরে মহকুমা হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের ডাঃ রবিউল আলম, মহম্মদ মতিউর রহমান, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের সুমন পাল, পীযূষ রায়, মেয়াজ শেখ প্রমুখ।