Breaking News

সঙ্গীতশিল্পীর মৃত্যুঃ অনির্বাচিত ছাত্র সংসদের অপকর্মের দায় নিতে হবে রাজনৈতিক অভিভাবকদের

ফাইল চিত্র

৩১ মে গুরুদাস কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)-এর আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করে এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক ১ জুন এক বিবৃতিতে বলেন, সারা রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অনির্বাচিত ও অগণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন পরিচালনা করতে গিয়ে শাসক দল ও তার ছাত্র সংগঠন কী পরিমাণ দুর্নীতি, অস্বচ্ছতা ও বেলাগাম ক্রিয়াকলাপের জন্ম দিচ্ছে, এই ঘটনা তা সামনে এনে দিল। এই ঘটনা প্রমাণ করে, কলেজে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ গঠিত না হলে, কার্যত শাসক দলের ছাত্র সংগঠনই স্বৈরাচারী ভাবে অনির্বাচিত সংসদ পরিচালনা করে যাবে। স্বভাবতই এদের কোনও দায়বদ্ধতা ছাত্রছাত্রী বা সমাজের প্রতি থাকতে পারে না। এর পরিণামে এমন ঘটনা ঘটল। কলেজগুলির অনুষ্ঠান আয়োজনের বিপুল আর্থিক উৎস কী, গতকালের ঘটনায় তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র-সংসদ নির্বাচন করতে হবে। ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব সংসদ গঠন করার গণতান্ত্রিক অধিকার দিতে হবে। নির্বাচিত ছাত্র-সংসদ যাতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্য যে কোনও ছাত্রছাত্রী সংক্রান্ত বিষয় স্বচ্ছতার সাথে পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে হবে। অনির্বাচিত ছাত্র সংসদগুলির যাবতীয় অপকর্মের দায় শাসক দলের ছাত্রনেতা এবং তাঁদের রাজনৈতিক অভিভাবকদের নিতে হবে।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২