রেল কলোনির বাসিন্দাদের উচ্ছেদবিরোধী আন্দোলন

কিছু দিন আগে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিস দেওয়া হয় কলকাতার ৬ নম্বর ওয়ার্ডে কাশীপুর ঘোষবাগান অঞ্চলের রেল কলোনির বাসিন্দাদের৷ জমি ছাড়ার কথা বলা হলেও রেলের তরফ থেকে কোনও পুনর্বাসনের কথা বলা হয়নি৷ এই নির্দেশের প্রতিবাদে ২৮ নভেম্বর নাগরিক প্রতিরোধ মঞ্চের নেতৃত্বে কলোনির বাসিন্দারা শিয়ালদহ ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন৷

শিয়ালদহ ইএসআই হাসপাতালের সামনে প্রায় পাঁচ শতাধিক কলোনিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে সুশৃঙ্খল মিছিল সহকারে ডিআরএম অফিসের সামনে উপস্থিত হন৷ সেখানে উপস্থিত আরপিএফ বাহিনী বাধা দিলে গেটের সামনেই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ সভা থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল অধ্যাপক মেঘবরণ হাইতির নেতৃত্বে ডেপুটেশন দিতে যান৷ ডিআরএম উচ্ছেদের পক্ষে বক্তব্য রাখলে অধ্যাপক হাইতি জোরালো প্রতিবাদ জানান এবং হুঁশিয়ারি দেন উপযুক্ত পুনর্বাসন ও জীবিকার সংস্থান ছাডা যদি এই উচ্ছেদের জন্য রেল সক্রিয় হয় তবে এর বিরুদ্ধে তীব্রতর আন্দোলন গডে উঠবে এবং রক্তক্ষয়ী আন্দোলন চলবে৷ বিক্ষোভ সভায় কলোনিবাসী মহিলারা এই নোটিসের বিরুদ্ধে তাঁদের তীব্র ক্ষোভ উগরে দেন৷ তাঁরা বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ তাঁরা কোনও ভাবেই মানবেন না৷