Breaking News

রায়দিঘিতে রাস্তা সারানোর দাবিতে অবরোধ

দক্ষিণ বিষ্ণুপুর থেকে রায়দিঘি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এবং খাঁড়াপাড়া থেকে রায়দিঘি পর্যন্ত প্রায় ১১ কিমি রাস্তা মানুষ ও যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে রায়দিঘি সেতু থেকে ঢাকির মুখ ভায়া জটার দেউল পর্যন্ত প্রায় ১০ কিমি রাস্তা, রায়দিঘি সেতু থেকে দমকল খেয়াঘাট পর্যন্ত প্রায় ১৬ কিমি রাস্তা, কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত প্রায় ৮ কিমি রাস্তা সহ রায়দিঘি বিধানসভার রাস্তাগুলির একেবারেই বেহাল দশা।

এই রাস্তাগুলি সংস্কারের দাবিতে বহুবার স্থানীয় পিডব্লিউডি এবং থানায় স্মারকলিপি দেওয়া, রাস্তা অবরোধ করা হলেও প্রশাসন প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আর কিছুই করেনি। ইতিমধ্যে বর্ষায় গাড়ি দুর্ঘটনায় পথচারী মারা গিয়েছেন। বহুবার দুর্ঘটনায় গাড়ি উল্টেপ্রসূতি মা, রোগী, ছাত্র-ছাত্রীরা আহত হয়েছেন। এলাকার ক্ষুব্ধ মানুষ ৭ সেপ্টেম্বর কোম্পানির ঠেক থেকে ১ নং চোদ্দ রশ্মী মোড় অবরোধ করেন। এস ইউ সি আই (সি) ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার, বিশ্বনাথ সরদার, রেণুপদ হালদার, জ্ঞানতোষ প্রামাণিক প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দেন। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পরে মথুরাপুর ব্লক ২-এর জয়েন্ট বিডিও এবং রায়দিঘি থানার পুলিশ অফিসার এসে খাঁড়াপাড়া পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।