Breaking News

বাঙ্গালোরে বামপন্থী মহিলা সংগঠনগুলির ধরনা

সম্প্রতি বাঙ্গালোরে এআইএমএসএস সহ বিভিন্ন বামপন্থী মহিলা সংগঠনের উদ্যোগে কৃষক আন্দোলন সংহতি সভা অনুষ্ঠিত হল। বাঙ্গালোরের বিশিষ্ট লেখিকা বসুন্ধরা বুপথী ক্ষোভের সাথে বলেন, তিনটি কালা কৃষি আইন চাষিদেরকে কর্পোরেটের দাসে পরিণত করবে।

মহারাষ্ট্রে রিলায়্যান্স কোম্পানি কীভাবে চাষির জমি হরণ করছে তিনি তা তুলে ধরেন। এআইএমএসএস নেত্রী এম এন মঞ্জুলা বলেন, এই আইন শুধু কৃষক বিরোধী নয়, জনবিরোধী। শুধু কৃষি ক্ষেত্রই আক্রান্ত নয়, রেল, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু বেসরকারি করে দিচ্ছে সরকার, যার বিরুদ্ধে আন্দোলন তীব্র করা জরুরি। এ ছাড়া অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।