Breaking News

পেট্রল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ

পেট্রল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে এসইউসিআই(কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৫ এপ্রিল এক বিবৃতিতে বলেন, উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের ভোট পর্বের পর থেকে পেট্রল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে এবং তার ফলস্বরূপ পাল্লা দিয়ে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটছে তা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য শাসক বিজেপি ইউক্রেন যুদ্ধের অজুহাত দিচ্ছে, কিন্তু নানা ধরনের সেস ও কর প্রত্যাহার করছে না। এতে তাদের রাজস্ব বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যের শাসক দল কেন্দ্রের উপর দোষারোপ করে নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু রাজ্য সরকারি কর প্রত্যাহার করে মানুষের সমস্যার কোনও সুরাহা করছে না।

তাদেরও স্বার্থ রাজস্ববৃদ্ধি। সরকারি কোষাগার ভরানোর এই প্রতিযোগিতার মাঝে পড়ে গরিব-মধ্যবিত্তের জীবন জেরবার হয়ে যাচ্ছে। অন্যদিকে চাল-ডাল-আলু-শাকসবজি-মাছ সমেত খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে তৃণমূল কংগ্রেস সরকার যে ভূমিকা পালন করতে পারত তাও করছে না। ভোটসর্বস্ব শাসকদলগুলির এই নীতিহীন রাজনীতির আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর বিরুদ্ধে গণকমিটি গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান করছি।

গণদাবী ৭৪ বর্ষ ৩৪ সংখ্যা ১৫ এপ্রিল ২০২২