পুলিশের হাতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের যথেচ্ছ অধিকার বিজেপি সরকারের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১২ আগস্ট এক বিবৃতিতে বলেন, চরম অগণতান্ত্রিক ক্রিমিনাল প্রসিডিওর (আইডেন্টিফিকেশন) অ্যাক্ট ৪ আগস্ট থেকে চালু করার নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি। গত এপ্রিল মাসে সংসদে পাশ হওয়া এই আইন গ্রেপ্তার হওয়া অভিযুক্ত বিচারাধীন বন্দি ও দোষী সাব্যস্ত সকলের বায়োমেট্রিক ও আচরণগত সমস্ত তথ্য সংগ্রহ করার অধিকার পুলিশের হাতে তুলে দিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো (এনসিআরবি) এই তথ্য ৭৫ বছর সংরক্ষণ করতে পারবে। পুলিশ, সিবিআই ইত্যাদি তদন্তকারী সংস্থা তা ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলি যে কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনলেই তার সমস্ত তথ্য সংগ্রহ ও তা সংরক্ষণের অধিকার পেয়ে যাবে। অভিযোগের গুরুত্ব বিচারের কোনও দরকারও পড়বে না। এই আইন মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী।

জনসাধারণের ওপর এই আক্রমণ নিঃসন্দেহে একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাজনৈতিক পদক্ষেপ। এই আইন বাতিল করার দাবিতে এগিয়ে আসা এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলা আজ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের অবশ্যকর্তব্য।