দিল্লিতে বিনামূল্যে চিকিৎসা শিবির

চিকিৎসক ও চিকিৎসা-কর্মী সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার, দিল্লি রাজ্য কমিটির উদ্যোগে ২৫ ডিসেম্বর ধোবি ঘাটে আয়োজিত হয়েছিল একটি চিকিৎসা শিবির। এলাকাটিতে দরিদ্র মানুষের বাস। তাঁদের বিনামূল্যে চিকিৎসা দিতে এই শিবিরে অংশ নিয়েছিলেন ডাঃ পি সি ত্যাগী, ডাঃ ভরত দাস, ডাঃ অনির্বাণ ভৌমিক, ডাঃ শ্রীজীব, ডাঃ সাদ্দাম, ডাঃ পীযূষ সহ দিল্লির বেশ কিছু ডাক্তারি ছাত্রছাত্রী।

চিকিৎসার পর প্রায় দুশো রোগীর হাতে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। ডাঃ দ্বারকানাথ কোটনিসের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবির শুরু হয়। ডাঃ ত্যাগী ও ডাঃ দাস এই মহান চিকিৎসকের জীবনসংগ্রামের নানা দিক এবং মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ২০ জন ছাত্রছাত্রী। এলাকার সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।