জোশীমঠের ঘটনা সম্পর্কে উত্তরাখণ্ড এস ইউ সি আই (সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উত্তরাখণ্ড রাজ্য সমন্বয়ক কমরেড মুকেশ সেমওয়াল উত্তরাখণ্ডের বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ৬ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, জোশীমঠ অঞ্চলে ধস থেকে যে বিপর্যয় দেখা দিয়েছে, তা আকস্মিক নয় এবং এর কারণগুলিও এলাকার অসহায় অধিবাসী ও কেন্দ্র-রাজ্য প্রশাসনিক কর্তাদের কাছে অজানা নয়।

২০২১ সালে ফেব্রুয়ারি মাসে নন্দাদেবী হিমবাহ ভেঙে হঠাৎ ভূকম্প থেকে যে বিপর্যয় ঘটেছিল, তা বিস্মৃত হওয়ার নয়। সেই সময় থেকে উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে অপরিকল্পিত গৃহ, অট্টালিকা হোটেল ও রিসর্টস নির্মাণ যে রকম বেপরোয়া ভাবে চলছে, সে বিষয়ে জনগণ এবং বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু এবারের ঘটনা দেখিয়ে দিচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার, তা সে বিজেপি বা কংগ্রেস যার দ্বারাই পরিচালিত হোক, এই সতর্কতা বা হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি। ইচ্ছামতো বাড়ি, ঘর, হোটেল তৈরির অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় সেনার যাতায়াত সহজ করার জন্য রাস্তা চওড়া করা হয়েছে। এর ফলে পাহাড়ের ঢালগুলিকে ভঙ্গুর করে তোলা হয়েছে। আজও গঙ্গার বিভিন্ন স্থানে হাজার হাজার শ্রমিক নিয়োগ করে ছোটবড় ৭০টি প্রকল্পের কাজ চলছে। যে কোনও মুহূর্তে ঠিকাদার-কেন্দ্রিক এই উন্নয়নের বলি হতে পারেন হাজার হাজার শ্রমিক। সব জেনেও অমানবিক, জনবিরোধী সরকার ও প্রশাসন এসব চলতে দিচ্ছে। দুর্দশাগ্রস্ত জনগণ এখন যে আন্দোলন গড়ে তুলছেন, আমরা তাকে পূর্ণ সমর্থন জানাই এবং সংবেদনশীল বুদ্ধিজীবী ও বিশিষ্ট বিজ্ঞানীদের় কাছে আবেদন জানাই, জোশীমঠের জনগণের দ্রুত উদ্ধার ও পুনর্বাসনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন। আমাদের দাবি, বিশেষজ্ঞদের মতামত সম্পূর্ণ রূপে অনুসরণ করতে হবে এবং জোশীমঠের মতো প্রাকৃতিক মনোরম স্থানকে রক্ষা করতে হবে।