চাকরির দাবিতে মধ্যপ্রদেশে যুব বিক্ষোভে লাঠিচার্জ শতাধিক গ্রেপ্তার

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের রাজপথে যুবকদের রক্ত ঝরালো সে রাজ্যের বিজেপি সরকারের বর্বর পুলিশ বাহিনী। ১৮ আগস্ট এ আই ডি ওয়াই ও এবং মুভমেন্ট এগেনস্ট আনএমপ্লয়মেন্ট-এর ডাকে ভোপালে হাজার হাজার যুবক যোগ দিয়েছিলেন এই যুব-বিক্ষোভ মিছিলে। তাঁদের দাবি, সরকারি শূন্যপদে নিয়োগ করতে হবে, সমস্ত বেকার যুবকের কর্মসংস্থানের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাঁরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে স্মারকলিপি দিয়ে বলতে– চার বছরের উপর মধ্যপ্রদেশে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া দিনের পর দিন ঝুলিয়ে রাখছে। অনেকে আত্মহত্যা করেছে। বেকারত্বের হারে মধ্যপ্রদেশ ক্রমাগত এগিয়ে চলেছে। সরকারের কোনও হেলদোল নেই।

১৮ আগস্ট ভোপালে উত্তাল যুব মিছিল।

যুব মিছিল নীলম চক থেকে রোশনপুরা চৌরাস্তায় যাওয়ারপথেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে বর্বর লাঠিচার্জ করে। বহু যুবক মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাদের পা ধরে টানতে টানতে নিয়ে যায় ও প্রবল মারধরের পর গ্রেপ্তার করে। মহিলারাও ছাড় পাননি। পুলিশের আক্রোশ বোঝা যায় আন্দোলনকারী যুবকদের উদ্দেশে তাদের গালিগালাজের বন্যায়। শতাধিক আন্দোলনকারী গুরুতর আহত হন। পুলিশ ১০০-র বেশি জনকে গ্রেপ্তার করে। যে বিজেপি পশ্চিমবঙ্গে অথবা যেখানে ক্ষমতায় নেই সেখানে ‘গণতন্ত্র’ চেয়ে চোখের জল ফেলছে তাদের শাসনের বর্বর রূপ ১৮ আগস্ট নতুন করে দেখল ভোপাল। এ আই ডি ওয়াই ও দাবি করেছে অবিলম্বে সমস্ত দাবি মানতে হবে ও গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের উপর থেকে মিথ্যা মামলা তুলে নিতে হবে। এই দাবিতে সংগঠনের পক্ষ থেকে ১৯ আগস্ট দেশজুড়ে প্রতিবাদ দিবস পালিত হয়।

এআইডিওয়াইও-র নেতাকে মিছিল থেকে গ্রেপ্তার করছে পুলিশ।

 

রাজস্থানের পিলানিতে প্রতিবাদ দিবসে বিক্ষোভ মিছিল।
গোয়ালিয়রে প্রতিবাদ দিবসে বিক্ষোভ।

গণদাবী ৭৪ বর্ষ ৫ সংখ্যা (২৭ আগস্ট ২০২১)