কর্ণাটকে অনির্দিষ্টকালের জন্য কাজ বয়কটের ডাক আশা কর্মীদের

৩ জানুয়ারি বেঙ্গালুরু শহর সাক্ষী থাকল এক ‘গোলাপী প্লাবনে’র৷ এদিন কর্ণাটকের এই রাজধানী শহরে মাসিক ন্যূনতম ১২ হাজার টাকা সাম্মানিক ও ১৫ মাস ধরে বকেয়া ভাতার কেন্দ্রীয় সরকারের দেয় অংশের দাবিতে ‘কর্ণাটক রাজ্য সংযুক্ত আশা কার্যকর্ত্যারা সংঘ’–এর ডাকে প্রায় ৩০ হাজার গোলাপী শাড়ি পরিহিতা আশা কর্মী সামিল হয়েছিলেন এক বিশাল মিছিলে৷ রেলস্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ফ্রিডম পার্কে পৌঁছায় এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য দিবারাত্র ধরনায় বসেন আশা কর্মীরা৷

সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এআইইউটিইউসি–র সর্বভারতীয় সভাপতি কে রাধাকৃষ্ণ, এসইউসিআই(সি)–র রাজ্য সম্পাদক কে উমা সহ নানা গণসংগঠনের নেতৃবৃন্দ৷ সভাপতিত্ব করেন কর্ণাটক রাজ্য সংযুক্ত আশা কার্যকর্ত্যারা সংঘের রাজ্য সভাপতি কে সোমশেখর ইয়াডাগিরি৷

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মীদের এক প্রতিনিধিদল ধরনাস্থলে আসেন এবং স্মারকলিপি গ্রহণ করেন৷ তাঁরা জানান, স্বাস্থ্য মন্ত্রক আশা কর্মীদের সাম্মানিক ১ হাজার টাকা বাড়ানোর সুপারিশ করেছে৷ বকেয়া টাকাও কর্মীদের দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তাঁরা৷ কিন্তু এই প্রতিশ্রুতিতে  দাবি পূরণ হবে না বুঝে, যতদিন না বকেয়া টাকা প্রত্যেক আশা কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে, ততদিন কাজ বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷

(গণদাবী : ৭২ বর্ষ ২৩ সংখ্যা)