এ আই ইউ টি ইউ সি–র হরিয়ানা রাজ্য সম্মেলন

এ আই ইউ টি ইউ সি–র তৃতীয় হরিয়ানা রাজ্য সম্মেলন ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় গুরগাঁওতে৷ সম্মেলনে    কারখানার শ্রমিক–কর্মচারী, অসংগঠিত ক্ষেত্রের গৃহ–নির্মাণ শ্রমিক, মনরেগা শ্রমিক, গ্রামীণ চৌকিদার, ঝাড়ুদার, অঙ্গনওয়াড়ি, আশা, মিড–ডে মিল কর্মী সহ সকল প্রকার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন৷ এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সত্যবানের পতাকা উত্তোলন এবং রাজ্য সম্পাদক কমরেড হরিপ্রকাশ সহ রাজ্য নেতৃবৃন্দের শহিদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়৷

প্রকাশ্য অধিবেশনে এস ইউ সি আই (সি)–র রাজ্য সম্পদকমণ্ডলীর সদস্য কমরেড রাজেন্দ্র সিং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী জনগণকে নিজেদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব মজবুত করে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য আবেদন করেন৷ প্রধান বক্তা কমরেড সত্যবান বলেন, আট লাখ কারখানা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র হোডা সহ অটোমোবাইল শিল্পে তিন লাখ আশি হাজার কর্মী ছাঁটাই হয়েছে৷ বিজেপির মোদি সরকার রেল, বিএসএনএল এর মতো সরকারি পরিসেবার ক্ষেত্রগুলিকে বৃহৎ পুঁজিপতির হাতে তুলে দিচ্ছে, ন্যূনতম বেতন ২১ হাজার টাকা সরকার চালু করছে না, সরকার পুঁজিপতিদের লাভের পাহাড় বৃদ্ধি করতে ‘ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম’ এর পরিবর্তে শ্রম অধিকার হরণকারী ‘হায়ার এন্ড ফায়ার’ চালু করতে চলেছে৷ চাষি ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে৷

অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে যখন সব শ্রেণির জনগণ প্রতিবাদে মুখর তখন তাদের মধ্যে ঐক্য ভাঙতে জাত–পাত, ধর্ম ভাষা, প্রাদেশিকতার উস্কানি দেওয়া হচ্ছে৷ সিএএ, এনআরসি ও এনপিআর এর মধ্য দিয়ে বিজেপি সরকার জনসাধারণকে মূল সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে৷ প্রকাশ্য অধিবেশনে সভাপতিত্ব করেন ঈশ্বর সিং রাঠী৷