Breaking News

এমএসপি-র গ্যরান্টির দাবিতে আন্দোলনের ডাক হরিয়ানায়

কৃষকদের উৎপাদন খরচের দেড়গুণ এমএসপি-র আইনি গ্যারান্টি, সমস্ত গরিব মানুষকে রেশনে অন্তর্ভুক্ত করা, বিপিএল কার্ড প্রদান, ১০ হাজার টাকা বার্ধক্য ভাতা, বিদ্যুৎ বিল-২২ বাতিল করা, শহর এবং গ্রামের গরিব মানুষের সারা বছর কাজের ব্যবস্থা করা ইত্যাদি দাবিতে হরিয়ানা জুড়ে আন্দোলন শুরু করেছে এআইকেকেএমএস।

২১ ফেব্রুয়ারি সংগঠন ডাক দিয়েছে রোহতকে জোনাল স্তরীয় ধরনার। রাজ্যের অন্যত্রও বড় শহরগুলিতে ধরনা নানা দিনে হবে। এই কর্মসূচির প্রচারে সমস্ত সবজি মাণ্ডি, গ্রাম, গঞ্জ ও শহরের দরিদ্র বস্তি এলাকায় স্লোগান দিয়ে, পোস্টার হাতে জাঠা করছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ছবিতে রোহতকের একটি প্রচার স্কোয়াড।