অধ্যাপকদের বিক্ষোভ-অবস্থান

উচ্চশিক্ষায় মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউট, ক্লাস্টার অফ কলেজ, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, চার বছরের গবেষণা সহ ডিগ্রি কোর্স, নয়া পিএইচডি রেগুলেশন, প্রফেসর অফ প্র্যাকটিস সহ এক গুচ্ছ নির্দেশ জারির প্রতিবাদে ১৯ ডিসেম্বর অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে ইউজিসি-র পূর্বাঞ্চলীয় দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় এবং কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ সংগঠিত হয়।

অধ্যাপক মহম্মদ শাহনওয়াজ-এর নেতৃত্বে চার জনের প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করে। বক্তব্য রাখেন অধ্যাপক তরুণকান্তি নস্কর, ডঃ অমিতাভ দত্ত, অধ্যাপক গৌতম মাইতি, অধ্যাপক মানস জানা সহ অন্যান্য শিক্ষাবিদ ও শিক্ষা আন্দোলনের নেতৃত্ব।

বক্তারা বলেন, মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ও অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট চালুর মাধ্যমে জ্ঞানের গভীরতা যেমন কমবে, ড্রপ আউট-এর সম্ভাবনাও বাড়বে। ক্লাস্টার অফ কলেজ চালুর মাধ্যমে প্রান্তিক কলেজগুলি আরও রুগ্ন হবে এবং এগুলোর পরিকাঠামো পিপিপি মডেল-এর মাধ্যমে বেসরকারি সংস্থাকে হস্তান্তরিত করা হবে।