Breaking News

ত্রিপুরায় ছাত্র আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ

দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষার আগেই দুই শিক্ষকের বদলির প্রতিবাদে আন্দোলন করে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের অমানবিক আচরণের প্রতিবাদে ২৪ অক্টোবর এআইডিএসও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের উদ্দেশে স্মারকলিপি দেওয়া হয়। দাবি জানানো হয়– শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না, দোষী পুলিশ আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার দায়ভার সরকারকেই বহন করতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক রাজু আচার্য এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রীতিলতা দেবনাথ।