শিবদাস ঘোষ জন্মশতবার্ষিকীতে সভা

কর্ণাটকঃ সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ জন্মশতবর্ষ উপলক্ষে কর্ণাটকের বাঙ্গালোর শহরের গুন্ডুরাও হলে ৮ জুলাই আলোচনা সভা হয়। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ (ইনসেট)। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কে উমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আসানসোলঃ মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের চিন্তাধারার ব্যাপক চর্চা আজ জরুরি প্রয়োজন। দেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে যে সর্বাত্মক সঙ্কট তা থেকে মুক্ত করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে চাই শিবদাস ঘোষের বিপ্লবী মতবাদ। ২ জুলাই আসানসোলে জেলা গ্রন্থাগার হলে এক সমাবেশে এ কথা বলেন এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুব্রত গৌড়ী। শিবদাস ঘোষ জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক কর্মীসভার আয়োজন করেছিল দলের আসানসোল লোকাল কমিটি ও কুলটি ইউনিট। সভায় এ ছাড়া বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কমরেড সুন্দর চ্যাটার্জী ও জেলা কমিটির সদস্য কমরেড বাবলা ভট্টাচার্য।