রাঁচিতে ছাত্র আন্দোলনের জয়

যোগদা সৎসঙ্গ মহাবিদ্যালয়ে রেজাল্টের ব্যাপক অসঙ্গতি নিয়ে ১৭ জুন থেকে ঝাড়খণ্ডের রাঁচিতে এআইডিএসও-র নেতৃত্বে লাগাতার আন্দোলন গড়ে ওঠে। নেতৃত্ব দেন সংগঠনের রাঁচি জেলা সভাপতি শ্যামল মার্ডি, সম্পাদক খুশবু কুমারী এবং অফিস সম্পাদক জুলিয়াস ফুচিক প্রমুখ।

১৯ জুন অধ্যক্ষের অঙ্গুলিহেলনে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাড়খণ্ড সরকারের পুলিশ লাঠি চালায় এবং তাঁদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে জেলে আটকে রাখে। কিন্তু আন্দোলনকে দমাতে পারেনি।

এআইডিএসও ঝাড়খণ্ড রাজ্য কমিটির পক্ষ থেকে ২০ জুন স্থানীয় অ্যালবার্ট চকে এর তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখানো হয়। ২১ জুন জামশেদপুর, ঘাটশিলা, চাইবাসা, সরাইকেলা, আদিত্যপুর সহ নানা জায়গায় রাজ্যস্তরীয় প্রতিবাদ দিবস পালিত হয়। লাগাতার আন্দোলনের ফলে রেজাল্টের অসঙ্গতি দূর করতে বাধ্য হন কর্তৃপক্ষ। যে সমস্ত ছাত্র রেজাল্ট পুর্নমূল্যায়নের জন্য আবেদন করেছিলেন তারা সকলেই পাশ করে যান। ছাত্র আন্দোলনের এই জয়ে ছাত্ররা খুবই উল্লসিত। ছাত্রনেতাদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা।