জনস্বাস্থ্য নিয়ে কর্মশালায় আন্দোলনের সিদ্ধান্ত

হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন রাজ্য কমিটির উদ্যোগে ২৬ জানুয়ারি এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় কলকাতার ক্রিক রো-তে। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা। কর্মশালায় হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প নিয়ে প্রশ্নোত্তরে আলোচনা হয়।

শুরুতেই খসড়া প্রস্তাব পাঠ করেন মানস কর। তা নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী ও ভোটকেন্দ্রিক স্বাস্থ্য প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথেই হাসপাতালের প্রশাসনিক হয়রানি, ভগ্ন পরিকাঠামো, অস্থায়ী নিয়োগ, বেসরকারিকরণ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক বিচ্ছিন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ বিশ্বনাথ পারিয়া। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ডাঃ ঝোটন দাস ও ডাঃ সত্যজিৎ রায়, এসডিএফ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস, প্রাক্তন এমপি ও সংগঠনের সহ সভাপতি ডাঃ তরুণ মণ্ডল, সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ অশোক কুমার সামন্ত।