বাজেটে নামমাত্র বেতনবৃদ্ধি প্রতিবাদ মিড ডে মিল কর্মীদের

২০১৩ সালের পর এবারের বাজেটে রাজ্য সরকার মিড ডে মিল কর্মীদের ৫০০ টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে। এ প্রসঙ্গে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক সুনন্দা পন্ডা ৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, রাজ্যের মিড ডে মিল কর্মীরা আশা করেছিলেন তাঁদের বেতন বৃদ্ধি করে কমপক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাদের সমান অর্থাৎ ৬৩০০ টাকা করা হবে। কারণ মিড ডে মিল কর্মীরা সহায়িকাদের মতো রান্নার কাজ করেন। তাঁদের দাবি– মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা, বেতন বৃদ্ধি করে আপাতত ৬৩০০ টাকা করা এবং বছরে ১২ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক।