ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ না করার প্রতিবাদ

কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেটে বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও টাকা বরাদ্দ না হওয়ায় প্রতিবাদে ২ ফেব্রুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বানভাসিরা ঘাটালের কলেজ মোড় সংলগ্ন পাঁশকুড়া বাসস্ট্যান্ডে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান।

উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গত ১৭ জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে ওই প্রকল্পের বিষয়ে কোনও উল্লেখ না থাকায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ২০ লক্ষাধিক ফি-বছরের বানভাসি মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।