১৬ ফেব্রুয়ারি সারা ভারত শিল্পধর্মঘট ও গ্রামীণ বনধের ডাক

ফাইল চিত্র

এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত ২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় বিজেপি সরকারের ভোট অন অ্যাকাউন্ট বাজেট তাদের নির্বাচনী প্রচারেরই মুখবন্ধ। সরকার তাদের তথাকথিত সাফল্যের ঢাক পিটিয়ে আত্মপ্রচারেই ব্যস্ত থেকেছে। সামান্য কিছু জনমোহিনী ঘোষণা এই বাজেটে থাকলেও দরিদ্র শোষিত শ্রমিক কর্মচারী, স্কিম ওয়ার্কার, কৃষক, বেকার যুবকদের শোচনীয় অবস্থা দূর করার জন্য সরকার একটা বাক্যও ব্যয় করেনি।

এই অন্তর্বতী বাজেটের তীব্র নিন্দা করে এআইইউটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ও সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে ১৬ ফেব্রুয়ারি শিল্প ও গ্রামীণ ক্ষেত্রে সর্বভারতীয় ধর্মঘটকে সফল করার আহ্বান জানানো হয়েছে।