হুগলি ও কলকাতায় এআইইউটিইউসি সম্মেলন

হুগলি : ২২ সেপ্টেম্বর শ্রীরামপুর টাউন হলে এ আই ইউ টি ইউ সি–র ষষ্ঠ হুগলি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল৷ জেলার ৮টি চটকলের শ্রমিক প্রতিনিধিরাও ছিলেন৷ জেলার বিভিন্ন ব্লকের মোটরভ্যান শ্রমিক, আশা কর্মী, আইসিডিএস কর্মীরাও প্রতিনিধি হিসাবে ছিলেন৷সম্মেলনে দাবি ওঠে বন্ধ জুটমিল চালু করতে হবে, ন্যূনতম মাসিক ১৮০০০ টাকা বেতন, সকল শ্রমিকদের সামাজিক সুরক্ষা, পি এফ, ইএসআই, মাসিক ন্যূনতম ৬০০০ টাকা পেনশন চালু, সরকারি শিল্প কারখানা বেসরকারিকরণ বন্ধ করতে হবে৷ প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদক কমরেড দিলীপ ভট্টাচার্য৷ কমরেড মিলন রক্ষিতকে সভাপতি ও কমরেড তপন দাসকে সম্পাদক করে ২২ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷

কলকাতা : ২০ অক্টোবর সুবর্ণবণিক সমাজ হলে অনুষ্ঠিত হল এআইইউটিইউসি কলকাতা জেলা সম্মেলন৷ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক কমরেড শান্তি ঘোষ৷ দ্বিশতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেন৷ ৮ জানুয়ারি ১১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকা সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়৷

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস ইউ সি আই (সি) কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী৷ প্রধান বক্তা সংগঠনের রাজ্য সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড দিলীপ ভট্টাচার্য আগামী ১৩–১৫ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের ধানবাদে এ আই ইউ টি ইউ সি–র সর্বভারতীয় সম্মেলন সফল করার আহ্বান জানান৷ সম্মেলন থেকে কমরেড বঙ্কিমচন্দ্র বেরাকে সভাপতি এবং কমরেড অনিন্দ্য রায়চৌধুরীকে সম্পাদক করে ২৩ জনের জেলা কমিটি নির্বাচিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)