আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সম্মেলন

আশাকর্মীদের ফরম্যাট প্রথা বাতিল ও ন্যূনতম ১৮০০০ টাকা বেতন, পি এফ, পেনশন, বোনাস, গ্র্যাচুইটি প্রদান, ‘দিশা’ ডিউটি বাতিল, কর্মক্ষেত্রে প্রশাসনিক হয়রানি বন্ধ ইত্যাদি দাবিতে ২২ সেপ্টেম্বর কোচবিহার সুকান্ত মঞ্চে আশাকর্মীদের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল৷ সম্মেলনে জেলার ১২টি ব্লক থেকে পাঁচ শতাধিক আশাকর্মী উপস্থিত ছিলেন৷

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন৷ সম্মেলন থেকে রেশমি চক্রবর্তীকে সভানেত্রী, অনিমা বর্মনকে (মণ্ডল) সম্পাদিকা ও রীনা ঘোষকে কোষাধ্যক্ষ করে ৪৩ জনের জেলা কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১১ সংখ্যা)