যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদের শাস্তির দাবিতে সর্বত্র প্রতিবাদ

আগরতলাঃ মহিলা কুস্তিগিরদের উপর যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-কে অবিলম্বে গ্রেপ্তার, তার সাংসদ পদ খারিজ ও রেসলিং ফেডারেশনের সভাপতি পদ থেকে অপসারণ এবং দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও কুস্তিগিরদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নানা সংগঠনের ডাকে দেশের সর্বত্র সংহতি মিছিল হয়। ১৯ মে ত্রিপুরার আগরতলার বটতলায় বিক্ষোভ দেখায় আইএমএসএস। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক।

 

 মেদিনীপুরঃ ২১ মে মেদিনীপুর শহরে ক্রীড়াবিদ-ক্রীড়াপ্রেমী- বিশিষ্টজনদের আহ্বানে সংহতি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আহ্বান রেখেছিলেন ক্রীড়াবিদ রামানন্দ মুখার্জী, জগবন্ধু অধিকারী, অমিয় ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ। মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বিমল মাহাত, অর্জুন কুণ্ডু, তপন ভকত সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি।

সংযুক্ত কিসান মোর্চার ডাকে ১৮ মে মৌলালির প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস।