রাজ্য কমিটির প্রবীণ সদস্য কমরেড প্রফুল্ল মণ্ডলের জীবনাবসান

এস ইউ সি আই (সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রবীণ সদস্য কমরেড প্রফুল্ল মণ্ডল ১৯ এপ্রিল বিকেলে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। কমরেড প্রফুল্ল মণ্ডল রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ এপ্রিল তাঁকে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের আইটিইউতে ভর্তি করতে হয়। তাঁর নিউমোনিয়া এবং নিউট্রোপেনিক সেপসিস রোগ ধরা পড়ে। খ্যাতনামা চিকিৎসক প্রফেসর সুগত দাশগুপ্ত, ডাঃ শৈবাল ঘোষ, ডাঃ আলোকেন্দু ঘোষ, ডাঃ শান্তনু বসু সহ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার টিমের চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে।

সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক হয়ে মাল্টি অর্গান ফেলিওর শুরু হয়। ১৯ এপ্রিল সকালে অক্সিজেনের মাত্রা খুব কম হয়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বেলা ৩টা ২৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বিপ্লবী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের রাজ্য অফিস সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং আঞ্চলিক অফিসে দলের রক্তপতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

কমরেড প্রফুল্ল মণ্ডলের মরদেহ পরদিন সকাল ৮টায় রাজ্য অফিসে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আনা হয়। রাজ্য অফিসে দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের পক্ষে মাল্যদান করে শ্রদ্ধা জানান পলিটবুরো সদস্য কমরেড স্বপন ঘোষ এবং প্রবীণ পলিটবুরো সদস্য কমরেড অসিত ভট্টাচার্যের পক্ষে মাল্যদান করেন পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু। এ ছাড়াও উপস্থিত কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্যরা মাল্যদান করেন। রাজ্য কমিটির সদস্য কমরেড সুব্রত বিশ্বাসের নেতৃত্বে মরদেহ দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগর অফিসে পৌঁছলে রাজ্য সম্পাদক, পলিটবুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য এবং জেলা নেতৃত্ব মাল্যদান করে শ্রদ্ধা জানান।

কমরেড প্রফুল্ল মণ্ডল লাল সেলাম