বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ

দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর-১ ব্লকের কৌতলা অঞ্চলের বামুনেরচক গ্রাম থেকে ঢোলার মাদারপাড়া পোল বাসট্যান্ড পর্যন্ত ভায়া ঘোড়াদল বাজারের ‘কোম্পানির রাস্তা’ চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। প্রায় ১৩ কিমি দীর্ঘ এই রাস্তা এক দশকেরও বেশি সময়ে কোনও মেরামত হয়নি। সড়ক প্রশাসন সম্পূর্ণ উদাসীন। সুন্দরবন উন্নয়ন বোর্ডেরও কোনও নজর নেই।

রাস্তা মেরামতের দাবিতে ২৩ সেপ্টেম্বর কয়েকশো এস ইউ সি আই (সি) কর্মী সমর্থক ও সাধারণ মানুষ ঘোড়াদল বাজার়ে এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন। পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে নেতৃত্ব দেন দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর লোকাল কমিটির সম্পাদক সুকেশ হালদার, ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির সদস্য পশুপতি বৈদ্য, শিশির সরদার প্রমুখ নেতৃবৃন্দ। তাঁদের আরও দাবি– ঘোড়াদলের বাজারে জলনিকাশি ব্যবস্থার উন্নতি সাধনের ব্যবস্থা করতে হবে।