বিজেপি সরকারের বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদ ত্রিপুরায়

বিজেপি শাসিত ত্রিপুরায় বিদ্যুৎ রেগুলেটরি কমিশন বিদ্যুৎ মাশুল ৭ শতাংশ বাড়িয়ে দিল। ১ অক্টোবর থেকে তা কার্যকর করার কথা ঘোষণা হয়েছে। এই জনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এস ইউ সি আই (কমিউনিস্ট) ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক কমরেড অরুণ ভৌমিক।

তিনি বলেন, রাজ্যের জনসাধারণ যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, রোজগারহীনতা, শিক্ষা-স্বাস্থ্য সহ বিভিন্ন সমস্যায় দিশেহারা, তখন ত্রিপুরা বিদ্যুৎ রেগুলেটরি কমিশন শারদোৎসবের সামনে ৭ শতাংশ বর্ধিত মাশুল জনসাধারণের উপর চাপিয়ে দিল। রাজ্যের আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর থেকে কোটি কোটি টাকার বকেয়া বিল আদায় না করে, পরিবহণজনিত ক্ষতি ও বিদ্যুৎ চুরি বন্ধ না করে ক্ষতির সমস্ত দায়ভার গ্রাহকদের উপর চাপিয়ে দিতে কমিশন এই মাশুল বৃদ্ধি ঘটাল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি রাজ্যের জনগণকে আহ্বান জানিয়েছেন।