বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ অ্যাবেকার

ফাইল ফটো

বিদ্যুতের দাম বৃদ্ধি বিষয়ে রাজ্য বিদ্যুৎমন্ত্রী ও বিদ্যুৎ সচিবের বক্তব্য বলে খবরের কাগজে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ করে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানান,

‘মন্ত্রী ও সচিব বলেছেন বলে যা প্রকাশিত হয়েছে, তা এক কথায় সত্যের অপলাপ। গড় বিদ্যুতের এনার্জি চার্জ ২০১৬-১৭ বর্ষে যা ছিল এ বছর একই আছে ইউনিট প্রতি ৭ টাকা ১২ পয়সা।

পিডিসিএল এর চেয়ারম্যান ডঃ পি বি সালিম বলেছেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় ৭০ পয়সা কমেছে। তা হলে তো বিদ্যুতের দাম কমানো সম্ভব। সেখানে ফি’ড চার্জ গৃহস্থে ছিল সাবসিডি ৫ টাকা দিয়ে ১০ টাকা, এখন হয়েছে ২০ টাকা। মিনিমাম চার্জ গৃহস্থে ছিল প্রতি কেভিএ তে ২৮ টাকা, এখন হয়েছে ৭৫ টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ফি’ড চার্জ ছিল ৩০ টাকা, হয়েছে ৬০ টাকা, ক্ষুদ্রশিল্প গ্রাহকদের ছিল ৫০ টাকা, হয়েছে ৭৫ টাকা, কৃষিতে ছিল ২০\৩০ টাকা, হয়েছে ৪০\৬০ টাকা। মিনিমাম চার্জ বাণিজ্যিক গ্রাহকদের ছিল ৪০ টাকা প্রতি কেভিএ তে, সেটা বাড়িয়ে করা হয়েছে ১০৫ টাকা। ক্ষুদ্রশিল্প গ্রাহকদের মিনিমাম চার্জ ছিল না, সেখানে প্রতি কেভিএ তে ২০০ টাকা করা হয়েছে। কৃষিতে মিনিমাম চার্জ ছিল না, সেখানে প্রতি কেভিএ তে ৭৫ টাকা করা হয়েছে। বিলে গ্রাহকরা এরই প্রতিফলন পাচ্ছেন।

এইসব বাড়তি টাকা কি রাজ্য সরকার দিয়ে দেবে? তা না হলে বাড়তি বিশাল বিলের টাকা দিতে না পেরে গত এপ্রিল থেকে শত শত ক্ষুদ্রশিল্প গ্রাহক ও কৃষিগ্রাহক বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য আবেদন করেছেন কেন? সরকার বলুক ক্ষুদ্রশিল্প, ক্ষুদ্রব্যবসা ও কৃষিকে ধবংস করার এই ট্যারিফ অর্ডার বাতিল করবে কি না? তা না করলে গ্রাহকরা নিজেদের বাঁচার তাগিদে আন্দোলন তীব্র করবেন। ২৭ সেপ্টেম্বর বিদ্যুৎভবন অভিযান করা হবে।