বিজেপি শাসনে ‘বিকাশের’ নমুনা

গুজরাটে পাঁচ বছরে নারীশিশুদের উপর অত্যাচার বেড়ে দ্বিগুণ

গত পাঁচ বছরে গুজরাটে নারী ও শিশুদের উপর অত্যাচার দ্বিগুণ হয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস গত পাঁচ বছরে ২,২৯৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে, ন্যাশনাল কমিশন ফর ওমেনে নথিভুক্ত ঘটনার সংখ্যা ২,২৭১টি।

রাজ্যসভায় ৬ ডিসেম্বর ২০২৩-এ রাজ্যসভায় নারী ও শিশুকল্যাণ দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, নারী ও শিশুদের উপর অত্যাচার গুণোত্তর হারে বাড়ছে। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩-এ বেড়েছে পাঁচ গুণ। (দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-১৬ জানুয়ারি ২০২৪)

উত্তরপ্রদেশে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস

৬০,২৪৪টি কনস্টেবল পদের জন্য ৪৮.১৭ লক্ষ আবেদন পড়ে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষার পর তা বাতিল করতে হয়। এর জেরে এক পরীক্ষার্থী আত্মঘাতী হন। (৪ মার্চ ‘২৪ আনন্দবাজার পত্রিকা)