পাঠকের মতামতঃ প্রভাস ঘোষের বক্তব্যের অপেক্ষায়

বরুণদা বাড়িতে আছেন নাকি– বাড়ির সামনে গিয়ে ডাকতেই উত্তর এল, দাদা, গণদাবী এনেছেন? আমি হ্যাঁ বলতেই তিনি বললেন, ভেতরে আসুন, আমি নামছি। অতি দ্রুত তিন তলা থেকে নেমে এসে বললেন, এই সংখ্যায় কি প্রভাসবাবুর শহিদ মিনার ময়দানের ভাষণটা বেরিয়েছে? বললাম, এই সংখ্যায় ভাষণের কিছু কিছু অংশ রয়েছে। সম্ভবত পরের সংখ্যায় বেরোবে।

তিনি বললেন, আমি তো সভায় যেতে পারিনি, তাই অধীর আগ্রহে তাঁর বক্তব্যের জন্য অপেক্ষা করছি। বললেন, ইতিহাসের কী পরিহাস দেখুন, এই আমিই একদিন অপেক্ষা করে থাকতাম– প্রমোদবাবু, জ্যোতিবাবু কী বলেছেন তা জানার জন্য। আমার উপর তখন দায়িত্ব ছিল বোর্ডে গণশক্তি লাগানোর। তাই কাগজটা প্রথম আমার কাছেই আসত। পেয়েই আমি চোখ বোলাতাম নেতারা কে কী বলেছেন। সেই আমিই আজ অপেক্ষা করে থাকি, প্রভাসবাবু কী বলেছেন তা জানার জন্য! বলতে বলতে তাঁর মুখটা আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। আমি শুধু সম্মতিসূচক ঘাড় নাড়লাম।

প্রবীর মণ্ডল, কলকাতা ১৩