টাটাদেরই উচিত সিঙ্গুরের চাষিদের ক্ষতিপূরণ দেওয়া

সিঙ্গুরে টাটাকে ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত ট্রাইবুনালের রায়ের তীব্র বিরোধিতা করে এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১ নভেম্বর এক বিবৃতিতে বলেন,

সিঙ্গুরে বহুফসলি জমিতে টাটার মোটর কারখানা গড়ার জন্য বিগত সিপিএম পরিচালিত সরকার যেভাবে গায়ের জোরে কৃষকদের জমি জবরদখল করতে চেয়েছিল তার বিরুদ্ধে ‘সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির’ নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে ওঠে। রাজকুমার ভুলের মৃত্যু হয়, তাপসী মালিককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। সেই আন্দোলনের চাপে টাটা সিঙ্গুর ছেড়ে যেতে বাধ্য হয়। পরবর্তীকালে হাইকোর্টও তৎকালীন রাজ্য সরকার কর্তৃক সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে অবৈধ বলে। সেই টাটাকে এমন কৃষকস্বার্থ বিরোধী কাজের জন্য কেন ক্ষতিপূরণ দিতে হবে তা আমাদের কাছে বোধগম্য নয়। বরং টাটাদেরই উচিত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া

আমরা ট্রাইবুনালের এই রায়ের বিরোধিতা করছি।