গার্ডেনরিচে ক্ষতিপূরণ ও অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে ১২ জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ২৩ মার্চ বাঁধাবটতলা থেকে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রার্থী জুবের রব্বানির নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থকের এক বিক্ষোভ মিছিল কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো অফিসের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায়। জুবের রব্বানির নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। মিছিল চলাকালীন রাস্তার দু’ধারে বহু মানুষ আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে মিছিল দেখেন এবং এই প্রতিবাদকে সমর্থন জানান। প্রতিনিধি দল চেয়ারম্যানের কাছে দাবি করেন, অবিলম্বে সমস্ত বেআইনি নির্মাণ বন্ধ করতে হবে এবং বাড়ি ভাঙার ঘটনায় মৃত, আহত এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। বেআইনি নির্মাণে যুক্ত দোষীদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চেয়ারম্যান অবৈধ নির্মাণ বন্ধ করার প্রতিশ্রুতি দেন।

তিনি পুরপ্রশাসনের গাফিলতির কথাও মেনে নেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁকে জানানো হয় বেআইনি নির্মাণ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া, ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির ব্যাপারে প্রশাসন সঠিক ব্যবস্থা না নিলেবৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।